মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সভা দুপুরে

মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা নিয়ে সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা নিয়ে সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়  © ফাইল ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ও ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে।

ভার্চুয়ালি অনুষ্ঠেয় সভায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন সভাপতিত্ব করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ডেন্টাল ভর্তিতে আসনপ্রতি আবেদন ৯৩ শিক্ষার্থীর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা রোববার বেলা ১২টায় জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


সর্বশেষ সংবাদ