বুটেক্সের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ PM
একই দিনে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও বাংলাদেশ টেক্সটাইল (বুটেক্স) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভর্তিযুদ্ধে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা। এই অবস্থায় বুটেক্সের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলালের সঙ্গে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না এখন পরীক্ষা পেছানোর সুযোগ আছে। তবে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। একাডেমিক কাউন্সিল যা ভালো করবে সেটাই করা হবে।’
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল আরও বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষার তারিখ একাডেমিক কাউন্সিলের সভায় নির্ধারণ হয়েছে। ডেন্টাল আর বুটেক্সের ভর্তি পরীক্ষার ধরণ ভিন্ন। এজন্য হয়তো আমাদের একাডেমিক কাউন্সিল ৮ মার্চ ভর্তি পরীক্ষা দিয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য প্রায় ৫০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। একই দিন অর্থাৎ ৮ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ হাজার ২০০ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।