রাবিতে বসে দেওয়া যাবে চবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)  © সংগৃহীত

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রেও অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপাচার্য শিরীণ আখতারের সভাপতিত্বে চবি ভর্তি পরীক্ষা পরিচালনার কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাবি কেন্দ্রে প্রতি ইউনিটে ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

সভা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. তৌহিদ হোসেন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়। এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা ও রাজশাহীতে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে হবে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার পরীক্ষা হবে। আবেদন করতে প্রতি শিক্ষার্থীকে ইউনিটপ্রতি দিতে হবে এক হাজার টাকা। এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটায় ৭৩৭টি।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেল কলেজে আসছে নতুন শর্ত, অমান্যে অনুমোদন নবায়ন হবে না

সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চারটি ইউনিটের পরীক্ষা হবে। তবে দুটি উপ–ইউনিটের পরীক্ষা হবে কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ হাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা ওই দুই কেন্দ্রের জন্য আগে আবেদন করবেন, তাঁদের সুযোগ দেওয়া হবে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের দিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রাথমিকভাবে রাবিতে ১৫ হাজার ভর্তিচ্ছু অংশ নিতে পারবেন। তবে আমরা এ সংখ্যাটা বৃদ্ধির জন্য রাবি প্রশাসনের সাথে কথা বলবো। প্রথমে দুটি বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও সবদিক বিবেচনায় রাবিতে কেন্দ্র করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২ মার্চ এ ইউনিটের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৭ মার্চ সি ইউনিট, ৮ মার্চ বি ইউনিট ও ১৬ মার্চ ডি ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ