২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে জবি

৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। চলতি (২০২২-২৩) শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা হবে—এমন কথা দিয়ে গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় আনা হয়েছিল ২২টি বিশ্ববিদ্যালয়কে। তখন জবি জানিয়েছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা না হলে ওই বর্ষ থেকেই জবি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করবে।

এদিকে, আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ‘একক’ ভর্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হচ্ছে না বলে গতকাল বুধবার (২৯ নভেম্বর) জানিয়ে দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুসারে ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে একটি ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছিলো। এ বিষয়ে কমিটি গঠন করে এবং বিস্তারিত আলোচনা শেষে একটি অধ্যাদেশের খসড়াও তৈরি করেছিলো। কিন্তু আসন্ন শিক্ষাবর্ষ থেকে সেটি কার্যকর হচ্ছে না।

একক ভর্তি পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের কেউ কেউ চান আসন্ন শিক্ষাবর্ষে নতুন এ পদ্ধতি চালু না হোক। সব মিলিয়ে বাস্তবতা হলো আসন্ন শিক্ষাবর্ষে নতুন এই পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হচ্ছে না।

এতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেওয়া শর্তে তাদের ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ায় থেকে বেরিয়ে যাওয়ার পথও সুগম হয়েছে। গত আগস্টে এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জানিয়েছে, ‘‘২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় আনতে ইউজিসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য রক্ষার্থে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে আয়োজন সংক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার পূর্বের সিদ্ধান্তেই অনড় থাকবে।’’

আরও পড়ুন: একক ভর্তি পরীক্ষা হচ্ছে না, ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ কি থাকবে?

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে গুচ্ছ প্রক্রিয়ার শীর্ষ এক উপাচার্যও দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তবে জবি বেরিয়ে গেলে এ প্রক্রিয়া কীভাবে কাজ করবে, থাকবে কি না ভেঙে যাবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ওই উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি।

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, একক ভর্তি পরীক্ষার কথা বলেই গত বছর সবাইকে গুচ্ছে রাখা হয়েছিল। না হলে এবার সবাই আলাদাভাবে পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত হয়েছিল তখন। একক ভর্তি পরীক্ষা না হলে গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

জবির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমারা এখনো নতুন কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমরা আগের সিদ্ধান্তে অটল আছি। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বকীয়তা রক্ষায় জবি নিজস্ব ভর্তি পরীক্ষায় ফেরত আসবে।  যেহেতু এবার ইউজিসি একক ভর্তি পরীক্ষা নেবে না, তাই আমরা আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেব।

বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9