কৃষি গুচ্ছ ভর্তি পরিক্ষা: সিকৃবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা   © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছর গুচ্ছভূক্ত ৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৮৯,১৫৯জন ছাত্র-ছাত্রী পরিক্ষার অংশগ্রহণ করে। এরমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩১৫৩ জনের সীট পড়েছে। যার মধ্যে ভর্তি পরীক্ষায় ২৫২৫ জন উপস্থিত ছিলেন। সেই হিসেবে উপস্থিতির হার প্রায় ৮০ শতাংশ।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মতিয়ার রহমান হাওলাদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের হল সমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকার কথা রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এ বছর ভর্তি পরীক্ষা গ্রহণের সার্বিক দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

জানা যায়, আগামী ১৫সেপ্টেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ