মেডিকেল ভর্তি প্রস্তুতি | ২০২১-২২ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭ PM
ঘনিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে মেডিকেল এর ২০২১-২২ সালের সমাধানসহ প্রশ্ন।
1. টিস্যু কালচার এর মাধ্যমে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়?
(a) স্ট্রবেরি
(b) গম
(c) ভুট্টা
(d) ধান
2. নিচের সংযোজিত এসিড ও ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক?
(a) H2SO4+H20----> H4O^+ + SO4^-
(b) NH4+H2O-----> H4o^+ + NH2^-
(c) HCl + H2O-----> H2Cl^- +HO^-
3. "৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল" উক্তিটি কার?
(a) মোস্তফা কামাল আতাতুর্ক
(b) চে গুয়েভারা
(c) মহাত্মা গান্ধী
(d) নেলসন ম্যান্ডেলা
4. সূর্যের UV বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়-
(a) আয়নমণ্ডল (ionosphere) ও ট্রপোমণ্ডল (troposphere) এ থাকা ওজোনস্তর (O3)
( b) আয়নমণ্ডলে (ionosphere) থাকা ওজোনস্তর (O3)
(c) ট্রপোমণ্ডলে (troposphere) থাকা মেঘমালা
(d) স্ট্র্যাটোস্ফিয়ারে (stratosphere) থাকা ওজোনস্তর (O3)
5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "Poet of politics" উপাধি দেয় কোন পত্রিকা?
(a) দি হিন্দু
(b) দি নিউজউইক
(c) দি টাইমস
(d) দি শিকাগো পোস্ট
6. Choose the sentence with incorrect use of a phrase-
(a) I don't want to hear a long description, I just want the bottom line.
(b) when I come home late, my wife gives me the third degree.
(c) Don't sell yourself short, you are a good doctor.
(d) Now that the construction is almost finished.
7. এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
(a) ত্রিপুরার রামগড়স্থ বেতার কেন্দ্র
(b) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র
(c) ঢাকাস্থ বেতার কেন্দ্র
(d) চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র
8. পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয়-
(a) এপিথেম (epithem)
(b) ক্যাম্বিয়াম (cambium)
(c) কর্টেক্স (cortex)
(d) মেসোফিল (mesophyll)
9. অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের কোন ধাপ ঘটে?
(a) citric acid cycle.
(b) oxidative phosphorylation.
(c) electron transpor.
(d) glycolysis.
10. নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?
(a) হিস্টোন
(b) অ্যালবুমিন
(c) গ্লুটেলিন
(d) প্রোটামিন
11. Cycas এর কোন প্রজাতির পাতা চর্মরোগ রোগ উপশমে ব্যবহৃত হয়?
(a) Cycas revoluta
(b) Cycas indica
(c) Cycas pectinata
(d) Cycas cercinalis
12. কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে?
(a) M দশায়
(b) G1 দশায়
(c) S দশায়
(d) G2 দশায়
13. কোন পদ্ধতিতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়?
(a) cytogenesis
(b) apogamy
(c) oogenesis
(d) sporogenesis
14. বায়ুমণ্ডলের কোন ভৌত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রস্বেদন বৃদ্ধি পায়?
(a) আর্দ্রতা হ্রাস
(b) বায়ুচাপ বৃদ্ধি
(c) আলোর স্বল্পতা
(d) তাপমাত্রা হ্রাস
15. উদ্ভিদ কোষের অভ্যন্তরে pH রক্ষা করে কোনটি?
(a) নিউক্লিওপ্লাজম
(b) সাইটোপ্লাজম
(c) কোষ গহ্বর
(d) গ্লাইঅক্সিজোম
16. মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশী মাত্রায় রক্ত প্রবাহিত হয়?
(a)বৃ্ক্ক
(b) মস্তিষ্ক
(c) যকৃত
(d) অস্ত্র
17. ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে?
(a) সেরোসা
(b) মিউকোসা
(c) মাসকুলারিস মিউকোসা
(d) সাবমিউকোসা
18. ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়?
(a) দশম সপ্তাহ
(b) অষ্টম সপ্তাহ
(c) ষষ্ঠ সপ্তাহ
(d) দ্বাদশ সপ্তাহ
19. মাতৃদুগ্ধে কোন ধরনের immunoglobulin থাকে?
(a) IgM
(b) IgE
(c) IgD
(d) IgA
20. Which of the following is not a noun?
(a) friendliness
(b) softly
(c) livelihood
(d) responsibility
21. কোন পদ্ধতিতে কোভিড ১৯ ভ্যাক্সিন প্রস্তুত করা হয় না?
(a) উপএকক (subunit vaccine)
(b) নিষ্ক্রিয় (inactivated)
(c) এমআরএনএ (mRNA)
(d) বিষভিত্তিক (toxoid)
22. কোন রক্ত কণিকা "Cell-mediated immunity" এর সাথে সম্পৃক্ত?
(a) ইওসিনোফিল (eosinophil)
(b) টি-লিম্ফোসাইট (T-lymphocyte)
(c) নিউট্রোফিল (neutrophil)
(d) বেসোফিল (basophil)
23. কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে?
(a) ল্যাকটেজ
(b) ট্রিপসিন
(c) অ্যামাইলেজ
(d) লাইপেজ
24. কোনটি autosomal recessive disorder?
(a) থ্যালাসেমিয়া
(c) রাতকানা
(b) লাল-সবুজ বর্ণান্ধতা
(d) হিমোফিলিয়া
25. কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়?
(a) ট্রিপসিন
(b) অ্যামাইলেজ
(c) পেপসিন
(d) টায়ালিন
26. নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক?
(a)-CH
(b) -Br
(c)-CHO
(d) -NO2
27. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সঙ্গে কত অণু অক্সিজেন তৈরি হয়?
(a) 4
(b) 6
(c) 12
(d) 2
28. উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি?
(a) K+
(b) Fe+++
(c) Mg++
(d) Ca++
29. জবা ফুলের (China rose) অমরাবিন্যাস কোনটি?
(a) প্রান্তীয়
(b) অক্ষীয়
(c) বহুপ্রান্তীয়
(d) মূলীয়
30. নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
(a) ফসফরাস
(b) ক্যালসিয়াম
(c) লৌহ
(d) জিংক
31. The teacher has repeated herself twice. Here 'twice'-
(a) adjective
(b) adverb
(c) preposition
(d) noun
32 . নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়?
( a) NH4CI এবং NH4OH
(b) CH3COOH এবং CH3COONa
(c) NaOH এবং NaCI
(d) Na₂SO₄ এবং H₂SO₄
33. বাংলাদেশে সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
(a) সোহাগপুর বিধবাপল্লী
(b) চুকনগর
(c) রায়েরবাজার
(d) হাসামদিয়া
34. হেক্সিন-3 (hexene-3) কোন প্রকারের সমাণুতা প্রদর্শন করে?
(a) কার্যকরীমূলক (functional group)
(b) সিস-ট্রান্স (cis-trans) সমাণুতা
(c) এনানসিওমার (enantiomer)
(d) আলোক (optical) সমাণুতা
35. কোন বিকারকটি ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে?
(a) Na
(b) H+, K2Cr2O7
(c) NaOH
(d) Na2CO3
36. 1000 ml পানিতে 58.5 g NaCl দ্রবীভূত হলো। এই দ্রবণকে কি বলা হয়?
(a) 1 molar দ্রবণ
(b) half strength দ্রবণ
(c) 58.5 g percent দ্রবণ
(d) 5.85 M দ্রবণ
37 . Antonym of 'deceive' is-
(a) trick
(b) cheat
(c) mislead
(d) advise
38. কোন বিবরণটি সঠিক?
(a) যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ ও দান করে, সেটি ক্ষারক
(b) যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ ও দান করে না, সেটি ক্ষারক
(c) যেসব পদার্থ প্রোটন গ্রহণ করে, সেটি ক্ষারক
(d) যেসব পদার্থ প্রোটন দান করে, সেটি ক্ষারক
39 . একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২, ২৫, ও ৬২, কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথক করা যাবে?
(a) আংশিক কেলাসন (fractional crystallization)
(b) কেলাসন (crystallization)
(c) দ্রাবক নিষ্কাশন (solvent extraction)
(d) আংশিক পাতন (fractional distillation)
40. Which of the following sentences contain an incorrect appropriate preposition?
(a) Clothed with shame, she left the place
(b) He complied with my request
(c) Early rising is conducive with health
(d) He was charged with theft
41. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন?
(a) Na
(b) Mg
(c) Cs
(d) Ca
42. 25°C উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত?
(a) 1.0 * 10^7
(b) 1.0 * 10^-14
(c) 1.0 * 10^-7
(d) 1.0 * 10^14
43. 10% Na₂CO₃ দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
(a) 0.9434 mol/Kg
(b) 0.9434 M
(c) 10 mol/L
(d) 9.434 mol/L
44. জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি?
(a) চাক্রিক অ্যারিন
(b) প্রতিস্থাপিত অ্যালকিন
(c) অ্যালকানল
(d) হেটারো যৌগ
45. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে?
(a) ২ আগষ্ট ১৯৭১
(b) ২ মার্চ ১৯৭১
(c) ২ এপ্রিল ১৯৭১
(d) ২ জানুয়ারী ১৯৭১
46. তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি?
(a) থাইমল ব্লু
(b) ফেনফথ্যালিন
(c) মিথাইল অরেজ
(d) লিটমাস
47. অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি (chromatography) পদ্ধতিটি সবচেয়ে ভালো?
(a) কাগজ ক্রোমাটোগ্রাফি (paper chromatography)
(b) কলাম ক্রোমাটোগ্রাফি (column chromatography)
(c) গ্যাস ক্রোমাটোগ্রাফি (gas chromatography)
(d) পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি (thin layer chromatography)
48. Select the correct tense "I had been studying English for five years before I moved to the USA"-
(a) present perfect continuous
(b) past perfect continuous
(c) present continuous
(d) future continuous
49. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন?
(a) 17 মার্চ 2010
(b) 14 আগস্ট 2010
(c) 15 আগস্ট 2010
(d) 7 মার্চ 2010
50. কোন যৌগটি অধিক সমযোজী?
(a) MgCl2
(b) FeCl3
(c) CaCl2
(d) AlCl3
51. R-CH2-Br+NaOH (aqua)= উৎপাদ। নিচের কোন কৌশলের মাধ্যমে উপরের বিক্রিয়াটি ঘটে?
(a) ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন
(b) সংযোজন বিক্রিয়া
(c) অপসারণ বিক্রিয়া
(d) কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
52. ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটি?
(a) CH3COO-COCH3
(b) CH3CH2-O-CH2CH3
(c) CH3-CO-CH₂CO-CH3
(d) CH3-COO-COO-CH3
53. কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ?
(a) এক্সরে
(b) রেডিও ওয়েভ
( c) আল্ট্রাসাউন্ড
(d) মাইক্রোওয়েভ
54. পদার্থবিজ্ঞানী আবদুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছিলেন?
(a) মহাকর্ষ বল ও তড়িৎ-চুম্বকীয় বল
(b) তড়িৎ-চুম্বকীয় ও দুর্বল নিউক্লিয় বল
(c) সকল নিউক্লীয় বল ও তড়িৎ-চুম্বকীয় বল
(d) দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বল
55. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন 'কোয়ান্টাম'?
(a) আবদুল কাদের
(c) ম্যাক্সওয়েল
(b) আইনস্টাইন
(d) ম্যাক্সপ্ল্যাঙ্ক
56. আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুটি?
(a) ঢাকা ও বগুড়া
(b) রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ
(c) নোয়াখালী ও সাতক্ষীরা
(d) চট্টগ্রাম ও পঞ্চগড়
57. কোনটি যান্ত্রিক ত্রুটি নয়?
(a) লেভেল ক্রটি
(b) পিছট ত্রুটি
(c) শূণ্য ত্রুটি
(d) সূচক ত্রুটি
58 . Which of the following sentences contain an adverb clause?
(a) You can be allowed here only if you are a student
(b) The house in which we live at present suits us
(c) He is a man who is rich
(d) I have no money that I can spare
59 . নীচের কোনটির উপর বস্তুর জড়তা ভ্রামক নির্ভর করে?
(a) কৌণিক ভরবেগ
(b) ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থান
(c) রৈখিক বেগ
(d) কৌণিক বেগ
60. কোনটি এসআই (SI) একক নয়?
(a) লিটার
(b) কেলভিন
(c) কিলোগ্রাম
(d) মিটার
61. একটি 220V - 40W বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
(a) 0.5 A
(b) 5.0 A
(c) 2.0 A
(d) 0.2 A
62. বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?
(a) ড. এম শামসুল হক শিক্ষা কমিশন
(b) ড. মজিদ খান শিক্ষা কমিশন
(c) ড. কুদরত-এ খুদা শিক্ষা কমিশন
(d) ড. মফিজ উদ্দিন আহমদ শিক্ষা কমিশন
63. কোন রংয়ের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
(a) নীল
(b) লাল
(c) হলুদ
(d) বেগুনী
64. নীচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি নির্ণয় করা হয়?
(a) পোটেনশিওমিটার
(b) অ্যামমিটার
(c) গ্যালভানোমিটার
(d) ও'ম মিটার
65. Identify the tense of the sentence "She will be starting her new job from tomorrow"-
(a) future continuous
(b) future perfect
(c) present continuous
(d) present simple
66. তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরী করা হয়?
(a) দ্বিতীয় সূত্র
(b) শূন্যতম সূত্র
(c) প্রথম সূত্র
(d) তৃতীয় সূত্র
67. আলোর অপবর্তন কোন কারণে ঘটে?
(a) সমবর্তন
(b) প্রতিফলন
(c) ব্যতিচার
(d) প্রতিসরণ
68. কিলোওয়াট-ঘন্টার সাথে জুলের সম্পর্ক কোনটি?
(a) 1 kWh= 6000 J
(b) 1 kWh= 1000 J
(c) 1 kWh= 3600 J
(d) 1 kWh= 3.6 x 10^6 J
69. একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনী রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়?
(a) আলফা পার্টিকেল
(b) প্রোটন
(c) ইলেকট্রন
(d) নিউট্রন
70 . ডায়োড বিমুখী বায়াস (reversed biased) হলে নিঃশেষিত স্তর (depletion layer)-
(a) একই থাকে
(b) বৃদ্ধি পায়
(c) বিলুপ্ত হয়
(d) হ্রাস পায়
71. দোলকের সময়কাল দ্বিগুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য অবশ্যই-
(a) ১/২ কমাতে হবে
(b) ১/২ বাড়াতে হবে
(c) ৪ গুণ বাড়াতে হবে
(d) ২ গুণ বাড়াতে হবে
72 . বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 degree হলে কাজের পরিমাণ হবে-
(a) অসীম
(b) শূন্য
(c) সর্বনিম্ন
(d) সর্বোচ্চ
73. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
(a) চার
(b) আট
(c) দশ
(d) ছয়
74. দুর্বল নিউক্লীয়ার বল সৃষ্টির জন্য দায়ী হল-
(a) প্রোটন ক্ষয়
(b) গামা ক্ষয়
(c) বিটা ক্ষয়
(d) নিউট্রন ক্ষয়
75. Fill in the blank with appropriate word "I am very proud you"-
(a) in
(b) for
(c) of
(d) to
76. মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কোন তারিখ থেকে?
(a) ১০ জানুয়ারী ২০২০
(b) ১ জানুয়ারী ২০২০
(c) ২৫ মার্চ ২০২০
(d) ১৭ জানুয়ারী ২০২০
77. Synonym for polite is-
(a) kindness
(b) rich
(c) brilliant
(d) courteous
78. কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি?
(a) শক্তি
(b) কৌণিক ভরবেগ
(c) রৈখিক ভরবেগ
(d) ভর
79. 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100N বল প্রয়োগ করলে ত্বরণ হবে?
(a) 100 m/sec^2
(b) 10 m/sec^2
(c) 1000 m/sec^2
(d) 0.1 m/sec^2
80. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?
(a) 261 m/sec
(b) 461 m/sec
(c) 161 m/sec
(d) 361 m/sec
81. Select the sentence with a noun as a premodifier-
(a) We enjoyed a fabulous outing in the evening
(b) We had a pleasant journey this time
(c) No passenger flight departed on the day
(d) We booked a spacious room
82. 'প্রজাপতি' এর প্রতিসাম্যতা কোন ধরনের?
(a) অরীয় (b) দ্বিঅরীয় (c) দ্বিপার্শ্বীয় (d) অপ্রতিসাম্য
83. Select the complex sentence with an adverb clause from below-
(a) I have no money that I can spare
(b) You may criticize what I do
(c) I am sure that I will pass
(d) He is so weak that he cannot walk
84. ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়?
(a) প্রোথোরাসিক গ্রন্থি
(b) কর্পোরা কার্ডিয়াকা
(c) ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ
(d) কর্পোরা অ্যালাটা
85. রক্তে অক্সিজেনের মাত্রা (O2 saturation) ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম হল-
(a) পালস অক্সিমিটার
(b) থার্মোমিটার
(c) স্ফিগমোম্যানোমিটার
(d) ব্যারোমিটার
86. কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয়?
(a) হৃদপিন্ড
(b) ফুলকা
(c) ত্বক
(d) ফুসফুস
87. কোন যৌগটি কার্বিল অ্যামিন (carbyl amine) বিক্রিয়া দেয়?
(a) R₂NH (b) C6H5NH-R (c) R-NH2 (d) R3N
88. নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই?
(a) CaCO3 <----> CaO(g)+ CO₂(g)
(b) 2SO2(g)+ O2(g) <----> 2SO3(g)
(c) N2O4(g) <----> 2NO2(g)
(d) H2(g)+I2(g) → 2HI(g)
89. স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ হবে-
(a) গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
(b) মিশ্রিত গ্যাস দুটির আংশিক চাপের গড়
(c) গ্যাস দুটির আংশিক চাপের গুণিতক
(d) দুটি গ্যাসের আংশিক চাপের মধ্যে যেটি বেশী
90. পরমাণু (atom) থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে কি বলে?
(a) ইলেকট্রন আসক্তি
(b) আয়নিক পটেনশিয়াল
(c) আয়নীকরণ শক্তি
(d) তড়িত ঋনাত্মকতা
91. Which of the following is the meaning of the phrase "read between the lines" ?
(a) understand what is implied not what is explicitly stated
(b) read what is categorically stated
(c) read what is implied
(d) understand the inner meaning
92. মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য?
(a) মাইটোসিস (mitosis)
(b) মিয়োসিস (meiosis)
(c) অ্যামাইটোসিস (amitosis)
(d) সিনপসিস (synopsis)
93. কোনটি বংশগতির বাহক?
(a) ক্রোমোজোম
(b) এক্রোজোম
(c) লাইসোজোম
(d) রাইবোজোম
94. Which of the following sentences has the correct subject verb agreement.
(a) Traffic jams in the parking area was one difficulty for the visitors
(b) Not only Sufia, but also Nasima, want to visit grandma
(c) One problem for the layers was unexpected threats of injury
(d) Somebody want to speak with you
95. ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO) বিষয়ে কোন বাক্যটি সঠিক?
(a) DO ৪.০ পিপিএম এর নীচে থাকা প্রয়োজন
(b) জীবাণু উপস্থিতি DO বাড়িয়ে দেয়
(c) জৈব বর্জ্য থাকলে DO বেশী হয়
(d) DO ৪.০-৬.০ পিপিএম থাকা প্রয়োজন
96. CGS system এ পরিবাহিতা (conductance) এর একক কি?
(a) ohm
(b) rad
(c) volt
(d) ampere
97. নিচের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস?
(a) উত্তর মেরুর বরফ
(b) ভূগর্ভস্থ পানি
(c) দক্ষিণ মেরুর বরফ
(d) নদীর পানি
98. What is the 'noun' form of the word 'beneficial'?
(a) beneficialness
(b) benefit
(c) beneficient
(d) beneficiary
99. কোন ধরনের আলো পাতার পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে?
(a) হলুদ
(b) লাল
(c) নীল
(d) কমলা
100. মানুষের হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু?
(a) বাম অলিন্দ
(b) ডান নিলয়
(c) ডান অলিন্দ
(d) বাম নিলয়
উত্তরসমূহ: 1.A 2.C 3.D 4.D 5.B 6.D 7.D 8.D 9.D 10.C 11.D 12.C 13.B 14.A 15.C 16.C 17.B 18.C 19.D 20.B 21.D 22.B 23.B 24.A 25.D 26.B 27.B 28.A 29.B 30.A 31.B 32.A 33.B 34.B 35.A 36.A 37.D 38.C 39.A 40.C 41.C 42.B 43.B 44.B 45.B 46.C 47.B 48.B 49.B 50.B 51.D 52.A 53.C 54.B 55.D 56.B 57.D 58.A 59.B 60.A 61.D 62.C 63.D 64.A 65.A 66.B 67.C 68.D 69.C 70.B 71.C 72.D 73.A 74.C 75.C 76.A 77.D 78.C 79.B 80.B 81.C 82.C 83.D 84.D 85.A 86.C 87.C 88.D 89.A 90.C 91.A 92.A 93.A 94.C 95.D 96.A 97.A 98.B 99.C 100.D