এইচএসসিতে জিপিএ ৫ বিবেচনায় ঢাকার শীর্ষ পাঁচ কলেজ
- ওয়ালিদ হোসেন, ঢাকা কলেজ
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ PM
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ বিবেচনায় কলেজগুলোর মধ্যে ঢাকা বোর্ড সেরা হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। কলেজটিতে মোট পরীক্ষার্থীর মধ্যে শতকরা জিপিএ ৫ পাওয়ার হার ৯২ দশমিক ২৮ শতাংশ।
এ বছর এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৪১২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২২৬ জন শিক্ষার্থী। সে অনুযায়ী বোর্ড কর্তৃক প্রদত্ত শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২৮ শতাংশ।
রাজধানীর নটর ডেম কলেজ এবং হলিক্রস কলেজে শতকরা জিপিএ ৫ এর হার যথাক্রমে ৮০ দশমিক ৩ শতাংশ এবং ৭৮ শতাংশ। নটর ডেম কলেজে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন।
এবার ফলাফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরে দ্বিতীয় অবস্থান রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজে মোট পরীক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২০ শতাংশ। কলেজটিতে এ বছর ১ হাজার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী।
ফলাফলের এ তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে অবস্থান করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ। কলেজ দু’টিতে নিজেদের মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৯০ দশমিক ৩ শতাংশ। ঢাকা রেসিডেন্সিয়াল ও সরকারি বিজ্ঞান কলেজে পৃথকভাবে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন ও ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার, নেপথ্যে কী?
এরপর তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। কলেজটির ১ হাজার ৬৭৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন। এতে শতকরা জিপিএ ৫ এর হার ৮৮ দশমিক ৪ শতাংশ।
তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৮৪ দশমিক ৭ শতাংশ। কলেজটিতে ১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে
এছাড়াও রাজধানীর নটর ডেম কলেজ এবং হলিক্রস কলেজে শতকরা জিপিএ ৫ এর হার যথাক্রমে ৮০ দশমিক ৩ শতাংশ এবং ৭৮ শতাংশ। নটর ডেম কলেজে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন। অন্যদিকে হলিক্রস কলেজে ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন শিক্ষার্থী।
এর আগে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে রয়েছে ৪৮ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।