এইচএসসিতে জিপিএ ৫ বিবেচনায় ঢাকার শীর্ষ পাঁচ কলেজ

মঙ্গলবার সকালে প্রকাশ করা হয় এবারের এইচএসসি পরীক্ষার ফল। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে প্রকাশ করা হয় এবারের এইচএসসি পরীক্ষার ফল। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।  © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ বিবেচনায় কলেজগুলোর মধ্যে ঢাকা বোর্ড সেরা হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। কলেজটিতে মোট পরীক্ষার্থীর মধ্যে শতকরা জিপিএ ৫ পাওয়ার হার ৯২ দশমিক ২৮ শতাংশ।

এ বছর এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৪১২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২২৬ জন শিক্ষার্থী। সে অনুযায়ী বোর্ড কর্তৃক প্রদত্ত শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২৮  শতাংশ।

রাজধানীর নটর ডেম কলেজ এবং হলিক্রস কলেজে শতকরা জিপিএ ৫ এর হার যথাক্রমে ৮০ দশমিক ৩ শতাংশ এবং ৭৮ শতাংশ। নটর ডেম কলেজে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন।

এবার ফলাফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরে দ্বিতীয় অবস্থান রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজে মোট পরীক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২০ শতাংশ। কলেজটিতে এ বছর ১ হাজার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী।

ফলাফলের এ তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে অবস্থান করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ। কলেজ দু’টিতে নিজেদের মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৯০ দশমিক ৩ শতাংশ। ঢাকা রেসিডেন্সিয়াল ও সরকারি বিজ্ঞান কলেজে পৃথকভাবে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন ও ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। 

আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার, নেপথ্যে কী?

এরপর তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। কলেজটির ১ হাজার ৬৭৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন। এতে শতকরা জিপিএ ৫ এর হার ৮৮ দশমিক ৪ শতাংশ।

তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৮৪ দশমিক ৭ শতাংশ। কলেজটিতে ১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে

এছাড়াও রাজধানীর নটর ডেম কলেজ এবং হলিক্রস কলেজে শতকরা জিপিএ ৫ এর হার যথাক্রমে ৮০ দশমিক ৩ শতাংশ এবং ৭৮ শতাংশ। নটর ডেম কলেজে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন। অন্যদিকে হলিক্রস কলেজে ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন শিক্ষার্থী।

এর আগে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে রয়েছে ৪৮ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ