আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

  © ফাইল ফটো

২০২৪ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৩০ জুন শুরু হবে এ পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত আলিম পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এ ছাড়া সব মাদ্রাসাপ্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে বলা হয়েছে।
 
রুটিন দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ