বিজয় দিবসে ডাকসুর সাইকেল র‍্যালি

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ PM
বিজয় দিবসে ডাকসুর সাইকেল র‍্যালি

বিজয় দিবসে ডাকসুর সাইকেল র‍্যালি © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় সাইকেল র‌্যালি’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) দুপুর আড়াইটায় ভিসি চত্বর থেকে সাইকেল র‍্যালি শুরু করে ফুলার রোড, শহিদ মিনার ও টিএসসি হয়ে আবার ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালি শেষ হয়।

এ সময় ডাকসুর সদস্য রায়হান উদ্দিন বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মান ও স্বাধীনতার সুফল সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধি ভিত্তিক প্রোগ্রামের  আয়োজন করেছি। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমে বলেন, আজকের সাইকেল র‍্যালির মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই, তা হল আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমদের সকলের কমন শত্রু হল ভারত আর পতিত ফ্যাসিস্টরা, যারা গত ৫৪ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি, খুনি হাসিনার ফাসির রায় দ্রুত কার্যকর করতে হবে এবং ভারতের সাথে পররাষ্ট্র সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫