ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় বিক্ষোভ মিছিল করেছেন ডাকসুর নেতাকর্মীরা © টিডিসি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন থেকে মিছিল নিয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
মিছিলে ডাকসুর নেতারা ওসমান হাদির ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ‘হাদির গায়ে গুলি কেন-ইন্টেরিম জবাব চাই’, ‘আমরা সবাই হাদি হব-গুলির মুখে কথা কব’, ‘তুমি কে আমি কে-হাদি হাদি’- ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘শরীফ ওসমান হাদীর সংগ্রাম আমাদেরই সংগ্রাম। আজকে ওসমান হাদীকে গুলি করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে তার যে লড়াই সেই লড়াই শেষ হয়ে যাবেনা। তাকে যারা হামলা করেছে তাদের গ্রেফতারে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ২৪ ঘন্টার সময় দিচ্ছি। এর মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
ডাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, ‘আমরা হাদি ভাইয়ের পিআর টিমের সাথে কথা বলে তারা কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে, যারা সকাল থেকেই ওসমান হাদীকে অনুসরণ করছিল। আমরা সেসব ফুটেজ রমনা জোনের ডিসিকে হস্তান্তর করেছি।’
তিনি বলেন, ‘যেসব কিছু পুলিশের বের করার কথা সেসব আমরা তাদের দিয়েছি। এরপরও যদি অপরাধীদের গ্রেফতার করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না।’
অন্যদিকে সন্ধ্যা ছয়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করস্বাধীন বাংলা ছাত্র সংসদ নামে একটি সংগঠন।
সেখানে সংগঠনটির নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।