ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার ছেলে আর নেই

০৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৩ AM
ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১০টার দিকে তিনি বলেন, অধ্যাপক জসীম উদ্দিন স্যারের ছেলে আজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেছে। আমরা তার জানাজা নামাজ পড়তে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার মসজিদে এসেছি। এরপর মরদেহ গ্রামে পাঠানো হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ নামক ফেসবুক গ্রুপে ইমামুল হাসান নামে এক শিক্ষার্থী বিষয়টি জানিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন স্যারের ছেলে গত একমাস আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০টায় গিয়াসউদ্দিন আবাসিক এলাকা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালা আপনার জামাই হতে চাই’— পুতুলকে দেখার পরই শাশুড়িকে সরাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫