বিশ্ব পর্যটন দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM
দল বেঁধে সাইকেল চালাচ্ছেন সাইক্লিস্টরা

দল বেঁধে সাইকেল চালাচ্ছেন সাইক্লিস্টরা © টিডিসি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, জাতিসংঘ ট্যুরিজম এবং পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবন থেকে সাইক্লিস্টদের হাতে হাতে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকাসহ এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে এসে শেষ হয়।

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস পালন হয়ে আসছে। দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’।

র‍্যালিটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা বলেন, ‘পর্যটন, সাইকেল এবং পরিবেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত,বর্তমানে জলবায়ু মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনতে সাইকেলের বিকল্প নাই’।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সম্মানিত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান নাসরিন জাহান ম্যাম। তিনি বলেন, ‘সাইকেল সভ্যতার বাহন, পরিবেশের বন্ধু সে জন্য সাইকেলের ব্যবহার বাড়াতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান বলেন, সাইক্লিংকে এগিয়ে নিতে সরকার এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এগিয়ে আসা উচিত। সেখানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মিস নাসরীন জাহান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মিস সায়েমা শাহীন সুলতানা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস নুজহাত ইয়াসমিনসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শার্শায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি 
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫