চবিতে সংঘর্ষের পর নিরাপত্তা-আবাসনসহ ৭ দাবি ছাত্র অধিকার পরিষদের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ AM
ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ২দিনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে লিখিত দাবি পাঠ করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদুল্লাহ।

উত্থাপিত ৭ দফা দাবি হলো - ক্যাম্পাসের সব প্রধান ফটক, হল এলাকা, লাইব্রেরি ও রেলগেট এলাকায় সিসিটিভি, টহল ও নিরাপত্তা গার্ডের ব্যবস্থা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসে বাইরের অনুপ্রবেশ রোধ করে জরুরি ভিত্তিতে সকল দিনদুপুরে সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, প্রশাসনের মেধা ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে, চাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ থাকে এবং যারা শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনতে হবে।

সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে তারা অবিলম্বে নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব মো: সবুজ, মো: মারুফ ও কাজী বেলাল হোসেন এবং সদস্য রাইহান আব্দুল্লাহ, নুরুল্লাহ মিশকাত, সাবিত ও মেহেদী হাসান।

 

 

 

 

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫