জাকসুতে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি প্রার্থী

২৭ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৮ PM
বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন

বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার দাবিতে অনশনে বসেছেন কেন্দ্রীয় সংসদের স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন। সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তিনি। রাব্বি হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। 

রাব্বি হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালায় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও, প্রশাসন এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ ডোপ টেস্ট শুধু একটি প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি মৌলিক শর্ত। প্রশাসনের এই উদাসীনতা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করছে।

সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: এনটিআরসিএ: পরীক্ষা হবে ২০০ মার্কসে, ১০০ সাবজেক্টিভ, জেনারেল ১০০

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকসু নির্বাচন কমিশনার বলেছেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি। নির্বাচন আচরণবিধি তৈরি করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫