জাকসু নির্বাচনে বাগছাসের আংশিক প্যানেল, বিভক্তি-অসন্তোষ প্রকাশ্যে

২২ আগস্ট ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০২:০৬ PM
জাকসু নির্বাচনের জন্য আংশিক প্যানেল ঘোষণা করেছে বাগছাস

জাকসু নির্বাচনের জন্য আংশিক প্যানেল ঘোষণা করেছে বাগছাস © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য আংশিক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর সংগঠনটি ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেলের ঘোষণা দিয়েছে। তবে এ ঘোষণার আগে সংগঠনটির এক নেতার পদত্যাগ ও আরেক নেতা পদত্যাগের হুমকি দেন। এতে তাদের ভেতরে দ্বন্দ্ব ও অসন্তোষের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, বুধবার (২০ আগস্ট) রাতে সংগঠনটির জাবি শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এর ব্যাখ্যা দেন। নাজমুল অভিযোগ করেন, ‘দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে।’ এসব কারণে তিনি পদ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান।

তার এই পদত্যাগকে কেন্দ্র করে বাগছাসে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম আরমানও।

বাগছাসের এসব নেতার দাবি, জাকসু নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন গতি আনতে চান। কিন্তু যোগ্য হওয়ার পরও কয়েকজন ত্যাগী কর্মীকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের পর বাগছাস নেতার মিষ্টি বিতরণ

অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে। এখানে ব্যক্তিগত স্বার্থ বা স্বজনপ্রীতির কোনো জায়গা নেই। আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।’

এদিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়ন জমা দেয়ার পর ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেলের নাম ঘোষণা করেছে শাখা ছাত্র সংসদ। রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে আংশিক প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে ভিপি পদে আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান এবং নারী এজিএস পদে মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া পূর্ণাঙ্গ প্যানেল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫