জাকসু নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

২০ আগস্ট ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
জাকসু ভবন

জাকসু ভবন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের জন্য সেনা মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সেনা প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের মহাপরিচালক কে চিঠি পাঠানো তাদের সহযোগিতার জন্য। সরকারি আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখার সাথে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে তাঁরা সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করবে।

নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন ও তার পরের দিন অর্থাৎ ১০, ১১ ও ১২ সেপ্টেম্বরের জন্য সেনা মোতায়েন চাওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংবাদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫