প্রথমদিনে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন নিলেন ১৩২ প্রার্থী 

১৮ আগস্ট ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫১ PM
জাকসু ভবন

জাকসু ভবন © সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রথম দিনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছে মোট ১৩২ জন প্রার্থী। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫ টায় নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম  তথ্যটি নিশ্চিত করেন

তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে জাকসু কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের হল ১১টি এবং নারী শিক্ষার্থীদের ১০টি হলে অনুষ্ঠাতব্য হল সংসদ নির্বাচনের জন্য মোট ৮৬ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। 

তিনি আরও বলেন, ফলে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে প্রথম দিনে মোট ১৩২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে শুধু একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তিনি আরও বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে এজন্য প্রার্থীদের আচরণবিধি অনুসরণ করা উচিত। 

মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তফশিল অনুযায়ী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সে অনুযায়ী আগামীকাল মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের শেষ দিন। 

ট্যাগ: জাকসু
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫