জামায়াতের সমাবেশ: ঢাবি শিক্ষার্থীদের সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার আহ্বান

১৮ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাত দফা দাবিতে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৯ জুলাই (শনিবার) সোহারাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।’

একে আরও বলা হয়, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হলো, যেন নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।’

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামী। শনিবার বেলা ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশ সামনে রেখে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫