জব্দকৃত অন্য ব্যবসায়ীর ফুডকার্ট হাতিয়ে নিলেন রাবি ছাত্রদল কর্মী

১৩ জুলাই ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৫৮ AM
হাসিবুল ইসলাম হাসিব

হাসিবুল ইসলাম হাসিব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এস্টেট দপ্তর থেকে এক ব্যবসায়ীর ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে। তিনি মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহার করে প্রশাসনিক অনুমতি ছাড়াই স্টোর শাখা থেকে ফুডকার্টটি সংগ্রহ করেন। তবে জানাজানির পর সাংবাদিকের ফোনকল পেয়ে ওই ব্যবসায়ীকে তা আবার ফেরত দেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আখতার হোসেন জানান, রমজান মাসে পরিবহণ মার্কেটে পরিচালিত অবৈধ দোকান উচ্ছেদের সময় তার ফুডকার্টটি জব্দ করে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তর। তখন তাকে জানানো হয়েছিল, টেন্ডারের মাধ্যমে অনুমতি ছাড়া জব্দকৃত দোকান ফেরত দেওয়া হবে না। তাই তিনি ধৈর্য ধরে প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিলেন।

তবে সম্প্রতি ছাত্রদল নেতা হাসিব আবেদন দিয়ে এবং নিজের আইডি কার্ড ব্যবহার করে স্টোর শাখা থেকে ফুডকার্টটি নিয়ে যান। আখতার হোসেন অভিযোগ করেন, তার কাছে বৈধ কাগজপত্র ও মালিকানার প্রমাণ থাকলেও তাকে ফুডকার্টটি ফেরত দেওয়া হয়নি, বরং একজন ছাত্রনেতার কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে আখতার বলেন, আমি স্টোর শাখায় গিয়ে ফুডকার্ট না পেয়ে এস্টেট অফিসে অভিযোগ জানাই। প্রশাসক তখন বিষয়টিকে ভুল বলে স্বীকার করেন এবং হাসিবকে ফোন দেন। এরপর হাসিব আমাকে ফোনে হুমকি দিয়ে দেখা করতে বলেন।

পরে সাংবাদিকের ফোন কলের পর হাসিব নিজেই আখতারকে ফোন করে অনুরোধ করেন বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য। পরে তিনি ফুডকার্টটি ফেরত দেন।

আখতার হোসেন বলেন, আপনারা (সাংবাদিকরা) ফোন দেওয়ার পরই সে আমাকে ফোন দেয় এবং পরে ফুডকার্ট ফেরত দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুল ইসলাম হাসিব বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি আখতারের সঙ্গে কথা বলেছি। ও আপনাকে সব জানাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের প্রধান মো. রজব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে অনেক অবৈধ খাবারের দোকান রয়েছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। তাই প্রশাসন এসব দোকান উচ্ছেদ করে। আখতারের দোকানটিও এমনভাবেই উচ্ছেদ করা হয়েছিল। সাধারণত এসব দোকান ফেরত দেওয়া হয় না। তবে মানবিক বিবেচনায় আমরা মাঝে মাঝে ফেরত দিই।

তিনি আরও বলেন, হাসিব আমাদের কাছে তথ্যপ্রমাণসহ আবেদন জমা দেয়। আমরা যাচাই করে দোকানটি তার কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কেউ না। সুতরাং তার অপকর্মের দায় ছাত্রদল নেবে না।

উল্লেখ্য, অভিযুক্ত হাসিবের বিরুদ্ধে এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনি একবার সংগঠন থেকে বহিষ্কৃত হন।

আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শার্শায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি 
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫