আজ ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন ফোন ব্যবহারকারীরা, জানুন নিয়ম

১৮ জুলাই ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০১:০৮ PM
মোবাইল ফোন অপারেটর

মোবাইল ফোন অপারেটর © ফাইল ফটো

জুলাই আন্দোলন স্মরণে আজ শুক্রবার (১৮ জুলাই) মোবাইল ফোন ব্যবহারকারীদের ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দেবে মোবাইল ফোন অপারেটররা। এ ডেটার মেয়াদ হবে পাঁচ দিন। এর আগে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

গ্রামীণফোন গ্রাহকরা 121*1807#, রবি ও এয়ারটেল *4*1807#, বাংলালিংক *121*1807# এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এ অফার নিতে পারবেন। এ জন্য কোনও টাকা কাটা হবে না।

গত ৯ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে। জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

আরও পড়ুন: অবশেষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 

পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। পরে চালু হয় মোবাইল ফোন ইন্টারনেট।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫