সহকর্মীর মৃত্যুতে আজ সারা দেশে শোক পালন করবেন প্রাথমিক শিক্ষকরা

১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ AM
বাম থেকে সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ও বিজ্ঞপ্তি

বাম থেকে সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ও বিজ্ঞপ্তি © সংগৃহীত

১০ম গ্রেডের মর্যাদা দেওয়াসহ ৩ দফা দাবিতে মহাসমাবেশে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে গতকাল রবিবার (১৬ নভেম্বর) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যুতে আজ সারা দেশে শোক পালন করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

রবিবার (১৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ৮ নভেম্বর শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে অংশ নেন। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি সেখানে যোগ দিয়েছিলেন। কর্মসূচির সময় পুলিশের অতর্কিত সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের তীব্র শব্দে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে তাকে রাজধানীর মিরপুরের অলক হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ফাতেমা আক্তারের মৃত্যুতে শিক্ষক সমাজ একজন অকুতোভয় যোদ্ধাকে হারাল। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছে। আজ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি দোয়া-মোনাজাত এবং সমাবেশ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ,…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, আরও আলোচনা বাকি আছে: মঞ্জু
  • ২৯ ডিসেম্বর ২০২৫