নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষকদের ভোটের ব্যবস্থা করার আহবান

০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষকদের ভোট দেওয়ার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ আহবান জানান তিনি।

অধ্যক্ষ আজিজী বলেন, ‘নির্বাচনে প্রিজাইডিং, ‘সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালনকারী এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।’

অধ্যক্ষ আজিজীর এমন আহবানের পক্ষে অধিকাংশ শিক্ষক মতামত জানিয়েছেন। তবে নির্বাচনী দায়িত্বপালন করা মানে নির্বাচন কমিশনের অংশ উল্লেখ করে কেউ কেউ এর বিপক্ষেও মত দিয়েছেন।

মমতাজ সুলতানা নামে একজন ফেসবুক ব্যবহারী মন্তব্য করে বলেছেন, ‘আমি অনেক দিন যাবত ভাবছি সরকারের কাছে কার মাধ্যমে বিষয়টা জানাব। কিন্তু আমার মনের কথা আপনি বলেছেন। আমরা দায়িত্বে থাকি ভোট দিতে পারিনা এজন্য কোন রাজনৈতিক দল আমাদের কথা ভাবে না। নয়তো আমাদের ভোট দেবার ব্যবস্থা করে দিক না হয় আমাদের নির্বাচনের দায়িত্বে না রাখুক।’

নাজমুল হুদা নামে একজন মন্তব্য করেছেন, ‘যারা নির্বাচনী দায়িত্ব পালন করেন তারা নির্বাচন কমিশনের অংশ হিসাবে কাজ করেন। তারা এই সময় নিরপেক্ষ থাকেন। আর যদি এই সুযোগ দেওয়া হয় তা হলে তো তিনি আর নিরপেক্ষ নন, তিনি অবশ্যই কোন না কোন দলকে সমর্থন দিবেন। বিবেচনায় আনতে হব বিষয়টি।’

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫