অবরোধ কর্মসূচিতে হওয়া আবর্জনা পরিষ্কার করলেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ AM
ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা

ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে আসা ব্যক্তিদের ফেলা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছেন প্লাটফর্মটির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৪ টায় এসব আবর্জনা পরিষ্কার করেন তারা।

তাদের মধ্যে মো. ফয়সাল নামে একজন বলেন, শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চকে নিয়ে যেন কেউ কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে না পরে এবং আমাদের এই শান্তিপূর্ণ কর্মসুচিকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, তাই আমরা এই উদ্বেগ নিয়েছি।

তিনি বলেন, আমাদের কর্মসূচির কারণে যে অতিরিক্ত ময়লা হয়েছে তা পরিচ্ছন্ন কর্মীদের জন্য একটা বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। আমরা তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।

অবরোধ কর্মসূচিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের ভিপি মো ওসমান গনি বলেন, অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় আজ ১৫ দিন অতিবাহিত হবার পরও খুনিরা ধরা-ছোঁয়ার বাহিরে। আমি মনে করি, ইন্টেরিম সরকার হাদির খুনিদের ক্যান্টনম্যান্টে আশ্রয় দিয়ে রেখেছে।  আমি ইনকিলাব মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি যেমন বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমরা মনে হয়, তিনি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সেই শিক্ষা দিয়ে যেতে পেরেছেন। ইনকিলাব মঞ্চের  কর্মীরা যেভাবে অবরোধ কর্মসুচির আবর্জনাগুলো পরিষ্কার করেছে তা সত্যিই প্রশংসনীয়।

 

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি স্থগিত করে নতুন সিদ্ধান্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের দুবারের সাবেক সভাপতি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এ পর্যন্ত যে জামায়াত নেতারা নিজ আসন ছাড়লেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫