বিয়ের অনুষ্ঠানে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
প্ল্যাকার্ড হাতে ফরহাদ, মহিউদ্দীন ও সাদিক কায়েম

প্ল্যাকার্ড হাতে ফরহাদ, মহিউদ্দীন ও সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের আনন্দঘন অনুষ্ঠানেও থেমে থাকেনি প্রতিবাদের ভাষা। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন ফরহাদ ও মহিউদ্দীন।

জানা গেছে, এসএম ফরহাদের জীবনসঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। তবে মহিউদ্দীন খানের স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ডাকসুর নেতা এবি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় বরের সাজে ফরহাদ ও মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। এছাড়াও ছবি তাদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও দেখা গেছে। 

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫