বিজয় দিবসের ৫৫ বছর পূর্তিতে গাজীপুরে ছাত্রশিবিরের ম্যারাথন দৌড়

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ PM
বিজয় দিবসের ৫৫ বছর পূর্তিতে গাজীপুরে ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড়

বিজয় দিবসের ৫৫ বছর পূর্তিতে গাজীপুরে ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় © টিডিসি ফটো

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় গাজীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের শিববাড়ী মোড়ে গিয়ে দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাতসহ মহানগর ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। সারা দেশে একযোগে তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চায়, যা তরুণ সমাজ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, যার ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

তিনি দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫