বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত জবি শিবিরের

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ PM
সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত

সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত © সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে সংগঠনটি। 

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনা করেন তারা। দোয়া মাহফিলে শাখা সেক্রেটারি জেনারেল সহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের এজিএস পদপ্রার্থী ও আপ বাংলাদেশের সংগঠক মাসুদ রানা বলেন, মহান বিজয় দিবসে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য জুরাইন কবরস্থানে গিয়েছিলাম। এসময় আমরা সাদেক হোসেন খোকা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কবরের পাশাপশি জুলাই যোদ্ধাদের কবরও জিয়ারত করি। 

প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিজয়ের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন মহান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন বা পরবর্তীতে মারা গিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হচ্ছে দোয়া। তাই আমরা ফজরের নামাজের পর জুরাইন কবরস্থানে যাই। সেখানে  আমরা তাদের কবর জিয়ারত করি। 

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫