মারা যাওয়ার একমাস পর ছাত্রদলের কমিটিতে জায়গা

২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো

মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। মারা যাওয়ার এক মাস পর কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন সাইদ। যিনি গত ২২ অক্টোবর রাতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার প্রতি সম্মান প্রদর্শন করে ওই শিক্ষার্থীকে কমিটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘সে আমাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। তার প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা তাকে কমিটিতে স্থান দিয়েছেন। এরপরে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে আমাদের দায়বদ্ধতা থাকবে তার পরিবারের পাশে দাঁড়ানোর। এজন্য সম্মান প্রদর্শন করে তাকে কমিটিতে রাখা হয়েছে।’ 

জানা যায়,  গত ১৬ জুন ২০২১ সালে ২১ সদস্য বিশিষ্ট বাকৃবি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । পরে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন। এ ছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫