জকসুর তফসিল পুনর্বিবেচনা করে সময় এগিয়ে আনার দাবি আপ বাংলাদেশের

০৫ নভেম্বর ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৯ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাসুদ রানা

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাসুদ রানা © সংগৃহীত

তফসিল পুনর্বিবেচনা করে জকসু নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জবি শাখা ইউনিট। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে আজ বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। 

লিখিত সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠক মাসুদ রানা বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল-অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু কমিশনের ঘোষিত তফসিলে দেখা যাচ্ছে, নির্বাচন অনাকাঙিক্ষতভাবে পেছানো হয়েছে।

আরও পড়ুন : একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে : জবি শিবির সভাপতি

মাসুদ রানা বলেন, আমরা মনে করি, এটি শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষার প্রতি উপেক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের প্রতিশ্রুতির পরিপন্থী। ক্যাম্পাসে এখন এমনিতেই এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

তিনি বলেন, ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫