মাস্টার্সের পরীক্ষায় জিপিএ ৩.৯৫ পেলেন ঢাবি ছাত্রদল নেতা ইফাত

৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫০ AM
ঢাবি ছাত্রদল নেতা আবুজার গিফারী ইফাত

ঢাবি ছাত্রদল নেতা আবুজার গিফারী ইফাত © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মো. আবুজার গিফারী ইফাত মাস্টার্স পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছেন। তিনি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের ফলাফলে ৪.০০ এর মধ্যে ৩.৯৫ জিপিএ অর্জন করে বিভাগের শীর্ষ মেধাবীদের তালিকায় স্থান করে নিয়েছেন।

তাছাড়া স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে তার ফলাফল ছিল ৩.৬০ জিপিএ। এই দুই সেমিস্টার মিলিয়ে তিনি মাস্টার্সে ৩.৭৮ সিজিপিএ অর্জন করেছেন। এর আগে মেধাবী এ ছাত্রনেতা স্নাতকে সিজিপিএ-৩.৫৫ পেয়ে উত্তীর্ণ হন।

জানা গেছে, ইফাত বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের (২০২৫) গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন তিনি।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রী হেনস্তা: প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষোভ ডাকসু ও হল সংসদের

অনুভূতি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে আবুজার গিফারী ইফাত বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই কিছু বুঝে উঠার আগেই ফ্যাসিস্টদের নিয়ন্ত্রিত হল এ থেকে একাডেমিক রেজাল্ট খারাপ হলেও ধীরে ধীরে সেটি রিকোভার হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এ বিশ্বাসেই বিশ্বাসী যে, মেধাবী-সৎ, দেশপ্রেমিক তরুণরাই এদেশের আগামী। দেশবাসীর কাছে দোয়া চাই যেনো তাদের সেবা করার সুযোগ পাই।

 

 

শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫