মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের, ভোট চেয়ে বললেন নাহিদ ইসলাম

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
নাহিদ ইসলাম ও আবদুল কাদের

নাহিদ ইসলাম ও আবদুল কাদের © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়ে  পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবি নাই কাদের এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের নীরবে নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে।’

নাহিদ ইসলাম আরও বলেন, গত ১ বছরে অনেকে অনেক কিছু হয়েছে। সবাই গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে। কিন্তু কাদের সযত্নে নিজেকে আলাদা করছে সবকিছু থেকে। যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের উপরে এসে পড়েছে।

ডাকসুতে ভিপি হিসেবে আব্দুল কাদের নির্বাচিত হওয়ার প্রত্যাশা রেখে তিনি বলেন, ৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি।

শেষে তিনি বলেন, মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের। সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক।

 

জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সভার ডাক উপদেষ্টা পরিষদের
  • ২৯ ডিসেম্বর ২০২৫