গকসু নিবার্চন © টিডিসি ফটো
গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে বিভিন্ন পদে ১৩টি ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) মনোনয়ন বিতরণ শেষে তথ্যটি নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক অফিসার মো. আবু রায়হান।
তিনি বলেন, ১১ পদের বিপরীতে ১৩টি মনোনয়ন বিতরণ হয়েছে। যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে ৩টি, সাধারণ সম্পাদক পদে ১টি, সহ-সাধারণ সম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি, ক্রিড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১ টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২টি, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১টি মনোনয়ন বিতরণ হয়েছে।
তবে সহ-ক্রীড়া, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য (অনুষদ প্রতিনিধি) পদগুলাতে এখনো কেউ মনোনয়ন সংগ্রহ করেনি বলে জানান তিনি।
প্রসঙ্গত, এদিন সকাল ১০টা থেকে মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে। নিয়মিত এ কার্যক্রম চলবে আগামী ২৮ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত।