ছাত্রসংসদ নির্বাচনের দাবি

১৩ ঘণ্টা ধরে অনশনে বেরোবি শিক্ষার্থীরা, অসুস্থ ২

১৮ আগস্ট ২০২৫, ০১:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অনশনে বেরোবি শিক্ষার্থীরা

অনশনে বেরোবি শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে চলা এই কর্মসূচির ১৩ ঘণ্টা পার হয়ে গেছে। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। 

অসুস্থ হওয়া দুই শিক্ষার্থী হলেন, জাহিদ হাসান জয় ও মাহীদ।

আন্দোলনকারীরা জানান, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা যায়,শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্টার ড. হারুন অর রশিদও সকাল থেকে কোন কিছু না খাওয়াতে প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন 

উল্লেখ্য,রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।  

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫