জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দোয়া মাহফিল

১৯ জুলাই ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৪:৫১ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় © টিডিসি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৯ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন সম্পন্ন হয়।

মিলাদ মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, ‘জুলাই ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা তাদের মাফ করে দিক। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দিক। দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে,  সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।’

গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন,"দীর্ঘ ১৬ বছর আন্দোলনের সর্বোচ্চ রূপরেখা হিসেবে প্রকাশ পায় জুলাই আগস্ট আন্দোলন।বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলনে বহু-শিক্ষার্থী পঙ্গুত্ববরণ ও শহীদ হয়েছে। চট্টগ্রামে ওয়াসিম ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।"
এসময় শাখা ছাত্রদলের অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বুধবার যাত্রীদের জন্য থাকবে মেট্রোরেলের বিশেষ সার্ভিস
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরু করেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত ২৮ দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি-১’ ইউনিটের ব্যবহারিক পরীক্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সংগ্রাম জীবন নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এনসিপি ছাড়লেন আরিফ স…
  • ৩০ ডিসেম্বর ২০২৫