শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © সংগৃহীত

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষা খাতে মোট জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে এবং সব পর্যায়ের শিক্ষকদের বেতন দ্বিগুণ করে উন্নত গ্রেড নিশ্চিত করতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ উল্লেখ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি বড় ঝাঁকুনি প্রয়োজন। শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা বাড়ানো ছাড়া টেকসই শিক্ষা উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিদ্যমান পাস কোর্স এবং অনার্স-মাস্টার্সের একটি বড় অংশ ধাপে ধাপে বন্ধ করে শিক্ষার্থীদের টেকনিক্যাল গ্র্যাজুয়েশনমুখী করতে হবে। এতে করে শিক্ষার্থীরা কর্মমুখী দক্ষতা অর্জন করবে এবং দেশের শ্রমবাজার আরও শক্তিশালী হবে।

শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য কাঠামোগত সংস্কার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে এই উদ্যোগগুলো জরুরি বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫