‘জুলাই স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচনে শাবিপ্রবিতে আসছেন সাদিক কায়েম

২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জুলাই স্মৃতি: শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের উপরে শাবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত থাকবেন। আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই অনুষ্ঠাতে শিক্ষার্থীদের উপস্থিতির সুযোগ রাখছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ করা হবে জানিয়েছেন তারেক মনোয়ার।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫