এক সপ্তাহ বন্ধ থাকতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © লোগো

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে ঢাবিসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনও এক সপ্তাহের বন্ধ ঘোষণার চিন্তা করছে বলে জানা গেছে।

জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (রবিবার) দুপুর ১টায় জরুরি বৈঠকের আয়োজন করে।

এ বৈঠকে বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ দেওয়া এবং এসময়ে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছে বৈঠকে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম এ বৈঠক আয়োজনের ব্যাপারে জানান। তিনি বলেন, ভূমিকম্প বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, তবে জকসুর কার্যক্রম মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকল চেয়ারম্যান ও ডিনদের নিয়ে সভা ডেকেছি। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।  

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫