প্রথমবারের মতো ব্রাকসু নির্বাচন: ১৩ পদে ভোটে অংশ নেবেন শিক্ষার্থীরা

৩০ অক্টোবর ২০২৫, ০১:০৫ PM
বেরোবি

বেরোবি © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনের পথ উন্মুক্ত হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের জন্য।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ব্রাকসু গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেরোবি কেন্দ্রীয় সংসদে মোট ১৫টি পদ থাকবে। এর মধ্যে ১৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংসদের সভাপতি এবং কোষাধ্যক্ষ সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুমোদিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরাসরি নির্বাচিত হওয়ার ১৩টি পদ হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিধিমালা অনুমোদনের পর দ্রুতই ব্রাকসু নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিনের দাবিকৃত এ নির্বাচন ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগ: বেরোবি
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫