বিশ্বসেরা গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক-শিক্ষার্থী

২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ AM
অভিজিৎ ঘোষ, ড. মো. ফেরদৌস রহমান ও ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম

অভিজিৎ ঘোষ, ড. মো. ফেরদৌস রহমান ও ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বিশ্বসেরা গবেষণার স্বীকৃতি পেলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক ও এক শিক্ষার্থী। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় তাদের নাম উঠে এসেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পেয়েছেন বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।

ড. ফেরদৌস রহমান গবেষণার পাশাপাশি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্জন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দুইজন শিক্ষক ও একজন ছাত্র এ তালিকায় স্থান পেয়েছি। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ ধরনের অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের।”

অভিনন্দন জানিয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “এ অর্জন বেরোবির জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি গবেষণায় তাদের আরও উদ্বুদ্ধ করবো যাতে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জন করতে পারে।”

ট্যাগ: বেরোবি
ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫