খুলনা বিশ্ববিদ্যালয়ে আর কখনও ফিরবেন না রিংকি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ PM
সাজেকে খুবি শিক্ষার্থীদের নিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের লোগো

সাজেকে খুবি শিক্ষার্থীদের নিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৩৮ শিক্ষার্থী, বিভাগীয় প্রধানসহ চার শিক্ষক ও দুই সাপোর্টিং স্টাফ নিয়ে সেশনাল ট্যুরে যান গত ১৪ সেপ্টেম্বর। সফর শেষ করে সবাই ফিরছিলেন নিজ গন্তব্যে। তবে তাদের মধ্যে রুবিনা আফসানা রিংকির আর কখনও ফেরা হবে না ক্যাম্পাসে। কারণ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণটাই যে হারিয়েছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সাজেকে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রিংকি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে।

গাড়িটিতে ১২ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ও পুলিশ আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: সাজেকের খাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী গাড়ি, নিহত এক ছাত্রী

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দূরপাল্লার ট্যুর স্থগিত ঘোষণা করেছেন। এ ছাড়া ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। প্রশাসন সার্বক্ষণিকভাবে খাগড়াছড়ি ও বান্দরবানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।’

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ বলেন, দুর্গম এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে রিংকি নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানতে পেরেছি। আহতদের উদ্ধার করে  দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫