কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বর্জনের পর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

২০ জুলাই ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীর অবস্থান

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীর অবস্থান © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। শিক্ষক নিয়োগের জন্য অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ার পর এবার অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগটির শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে তারা।

রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বর্জন এবং ১৭ জুলাই বিভাগের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে আসছেন তারা। 

এ বিষয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও  ইউজিসির কাছে এই দাবি করতে যে আমাদের ফার্মেসি বিভাগ মাত্র ৫ জন শিক্ষক দিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট ৫ জন শিক্ষক দিয়ে চলছে এর চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে না।’

ফার্মেসি সোসাইটির জিএস হিমু বলেন, ‘আমরা ইউজিসির কাছে প্রশ্ন করতে চাই, তারা যদি আমাদের শিক্ষক নিয়োগ না দিতে পারে তারা আসলে কী করতে পারে? প্রশাসন যদি শিক্ষক নিয়োগ না দিতে পারে, তাহলে কেন নতুন বছরে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে? যেহেতু আজকে আমাদের আল্টিমেটামের শেষ দিন, প্রশাসন যদি আজকের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ না করে, আমরা ডিন অফিস, সায়েন্স ফ্যাকাল্টির অফিস এবং ভিসির দপ্তরে তালা লাগিয়ে দেব ।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১২ শিক্ষকের মধ্যে ৭ জন রয়েছেন শিক্ষা ছুটিতে। ফলে মাত্র ৫ জন শিক্ষক দিয়েই চলছে বিভাগটি৷

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫