জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

৩০ জুন ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০১:১৫ PM
অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা

অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা © টিডিসি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শরীরচর্চা ও শিক্ষা বিভাগের নতুন ভারপ্রাপ্ত উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। আগামী ১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। রোববার (২৯ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৬ জুন রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ড. সৈয়দ নাজমুল হুদাকে তাঁর মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন। ড. নাজমুল হুদা বর্তমান ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জাহিদ হাসানের স্থলাভিষিক্ত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় এই আদেশ বাতিল করার অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ায় ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, "বিশ্ববিদ্যালয় ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়ে আমি সব শিক্ষার্থীর খেলাধুলা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। আসুন, আমরা সবাই মিলে ক্রীড়াচর্চার মাধ্যমে গড়ে তুলি এক প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ ক্যাম্পাস।"

ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫