৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো নিয়ে সর্বশেষ যা জানাল পিএসসি

২৩ নভেম্বর ২০২৫, ০৫:১১ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিগত কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিসিএস প্রত্যাশীরা। এ দাবিতে গতকাল শনিবার রেললাইন অবরোধের মতো ঘটনাও ঘটেছে। পরীক্ষা যৌক্তিক সময়ে নেওয়ার পক্ষে ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি বিবৃতিও দিয়েছে। তবে তাতেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের দিকে এগোচ্ছে সংস্থাটি।

রবিবার (২৩ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন ছাত্রসংগঠনের বিবৃতি, পরীক্ষার্থীদের আন্দোলন, রেললাইন অবরোধের মতো বিষয়গুলো নিয়ে কমিশনের চেয়ারম্যনা ও সদস্যরা নিয়মিত আলোচনা করছেন। তবে পরীক্ষা পেছানোর বিষয়ে আজ রবিবার পর্যন্ত কোনো আলোচনা হয়নি। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘লিখিত পরীক্ষা পেছানোর  সম্ভাবনা খুবই কম। কমিশন পরীক্ষা আয়োজনের দিকেই এগোচ্ছে। এ অবস্থায় আগামী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের পরীক্ষা শুরু হচ্ছে বলেই ধরে নেওয়া যায়। তবুও শেষ মুহূর্তে সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা আসলে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে কমিশন।’

পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৪ ঘণ্টার এসব পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথমপত্র বিষয় দিয়ে এ পরীক্ষা শুরু হবে। 

গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫