‘ডাল কিনলে তেল কেনার টাকা থাকে না, দ্রুত পে স্কেল দিন’

০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ PM
পে স্কেলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক

পে স্কেলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক © টিডিসি

দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

জিয়াউল হক বলেন, আমরা এখন ২০১৫ সালের বেতন কাঠামোয় চলছি। অথচ জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। এখন ডাল কিনলে তেল কিনতে পারি না, আবার তেল কিনলে অন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি না। তাই নতুন পে স্কেলের দাবিতে আমরা আজকে মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে কর্মচারীরা ছুটে এসেছি।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি ১৫ তারিখের মধ্যে গেজেট না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব। আন্দোলনের মাধ্যমে অবশ্যই দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫