পিয়ন পদে আবেদন করছেন গ্র্যাজুয়েটরা, উচ্চশিক্ষার মূল্য নিয়ে প্রশ্ন গণশিক্ষা উপদেষ্টার

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ PM
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © ফাইল ছবি

পিয়ন পদের জন্য অনেক গ্র্যাজুয়েট আবেদন করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নিয়োগপ্রক্রিয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, পিয়ন পদের জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি, সেখানে আবেদন করেছেন বহু গ্র্যাজুয়েট। মুদ্রাক্ষরিক পদের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি হলেও সেখানে আবেদন করেছেন বহু গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারী।

তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমাদের উচ্চশিক্ষার কী মূল্য আছে? আমরা এখনো কেরানি হওয়া থেকে বের হতে পারিনি।”

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, উচ্চশিক্ষিত বেকারদের প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে, যাতে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা কর্মসংস্থানে যুক্ত হতে পারে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ দারিদ্র্য উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজারের চাহিদাভিত্তিক কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম এবং বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুজান ভাইজ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

অনুষ্ঠানে উপদেষ্টা ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ বাংলাদেশ এ সম্মাননা অর্জন করে।

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫