আনোয়ার কামাল পাশা প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি পুনর্নির্বাচিত

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ PM
আনোয়ার কামাল পাশা

আনোয়ার কামাল পাশা © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষানুরাগী, দানবীর ও শিল্পোদ্যোক্তা আনোয়ার কামাল পাশা প্রাইম ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ট্রাস্টের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে পুনরায় নির্বাচিত করা হয়।

আনোয়ার কামাল পাশা দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা বিস্তারে তার নিরলস প্রচেষ্টা এবং প্রাইম ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে তার কার্যকর নেতৃত্ব প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক মান আরও গতিশীল ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশেষ করে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তার ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন তারা।

পুনর্নির্বাচনের প্রতিক্রিয়ায় আনোয়ার কামাল পাশা বলেন, প্রাইম ইউনিভার্সিটির প্রতি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের আস্থা ও বিশ্বাস তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইম ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটি আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫