কামিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

২৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ PM
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) আওতাধীন কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৪ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রাসার অধ্যক্ষদের বিশেষ অনুরোধ এবং শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সময় বৃদ্ধি করা হয়েছে, যাতে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীরা এই সুবিধা পাবেন। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। এই কার্যক্রম ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছিল।

আরও পড়ুন: ভূমিকম্প আতঙ্কে বন্ধ বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরা কি ভূমিকম্পপ্রুফ?

যারা ৩০ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হবেন, তারা ১ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবেন। ফরম পূরণের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি শাখা (০১৭০৯-৩৮৯০০৭) এবং কামিল (স্নাতকোত্তর) শাখার (০১৭৪৫-৪১৭১২৫) হেল্প ডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫