বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যায় এগিয়ে ব্র্যাক-ড্যাফোডিল-নর্থ সাউথ, শীর্ষ ২৫-এ কারা?

০৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৪ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © টিডিসি সম্পাদিত

দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১০টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনায় থাকা ১০৩টি উচ্চশিক্ষালয়লোতে সব মিলিয়ে শিক্ষক ছিল ১৭ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পূর্ণকালীন শিক্ষক ১৩ হাজার ১৬৯ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ১৫৬ জন বেশি এবং খণ্ডকালীন শিক্ষক ৪ হাজার ৩১০ জন, যা আগের তুলনায় ৩০৫ জন বৃদ্ধি পেয়েছে। 

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা, ব্যয়, প্রকাশনা ও অনুপাত থেকে এমন তথ্য পাওয়া গেছে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তথ্য বিশ্লেষণ করে ইউজিসির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের প্রায় ৭৫ শতাংশ পূর্ণকালীন এবং ২৫ শতাংশ খণ্ডকালীন। পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে প্রফেসর ৯৫২, অ্যাসোসিয়েট প্রফেসর ১ হাজার ১১৯, অ্যাসিসট্যান্ট প্রফেসর ৩ হাজার ৪১০, লেকচারার ৭ হাজার ৪৭৮ ও অন্যান্য ২১০ জন এবং খণ্ডকালীন শিক্ষকদের মধ্যে প্রফেসর ১০০৭, অ্যাসোসিয়েট প্রফেসর ৫৯৯, অ্যাসিসট্যান্ট প্রফেসর ৬৯৮, লেকচারার ১ হাজার ৬৫০ ও অন্যান্য ৩৫৬ জন। 

ইউজিসি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৫(৩) অনুযায়ী ‘কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিজগ বা প্রোগ্রামের খণ্ডকালীন শিক্ষক সংখ্যা পূর্ণকালীন শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশের বেশি হবে না’। এ নীতি অনুযায়ী বর্ণিত বছরে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষকের তুলনায় খণ্ডকালীন শিক্ষক-এর সংখ্যা বেশি যা, আইন অনুযায়ী সন্তোষজনক নয়।

আরও পড়ুন: অধ্যাপক ছাড়াই চলছে ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়


শিক্ষক সংখ্যায় প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা

*ব্র্যাক ইউনিভার্সিটি – ১,১১৯

*ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ১০৬১

*নর্থ সাউথ ইউনিভার্সিটি – ৬৪১

*ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ – ৫৫৮

*আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি – ৫৩৮

*আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ – ৫২৬

*ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি – ৫১৭

*উত্তরা ইউনিভার্সিটি– ৫১৩

*আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম – ৪৮৫

*সাউথইস্ট ইউনিভার্সিটি – ৪৬৫

*বাংলাদেশ ইউনিভর্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)– ৪২৮ 

*ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)– ৩৮৯

*ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ৩৭৭

*ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)– ৩৫০

*নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ – ৩৩৯

*সোনারগাঁও ইউনিভার্সিটি – ৩৩৬

*ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) –  ৩৩২

*ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) – ৩৩১

*গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ– ৩১৭

*বরেন্দ্র বিশ্ববিদ্যালয়– ২৬২

*স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ – ২৫৭

*প্রিমিয়ার ইউনিভার্সিটি – ২৫৪

*প্রেসিডেন্সি ইউনিভার্সিটি- ২৩৯

*বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি– ২৩৮

*প্রাইমএশিয়া ইউনিভার্সিটি– ২৩৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংখ্যা শীর্ষ ২০ প্রতিষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয় –২৪১৮ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় –১৫৭৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় – ১০১১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – ৮২৭, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় – ৮০৪, জগন্নাথ বিশ্ববিদ্যালয় – ৬৮০, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৫৩৮, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ৫৮৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় – ৫২১, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৫৮০ ও খুলনা বিশ্ববিদ্যালয় – ৫১৭ জন রয়েছেন।

এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৪১৫, ইসলামী বিশ্ববিদ্যালয় – ৪০৮, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৭৬, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় – ৩৬২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৪৯ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৪৮, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় – ২৯৩, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৭১, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে – ২৬৬ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় –২৬২ জন শিক্ষার্থী রয়েছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫