এনইউবি চেয়ারম্যানের শ্বাশুড়ির মৃত্যুতে দোয়া ও মোনাজাত © সংগৃ হীত
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর শ্বাশুড়ি মোসাম্মত ফিরোজা বেগমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ফার্মেসি বিভাগের লেকচারার মো. মুফাখখারুল ইসলাম। এ সময় মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত ফিরোজা বেগমের জীবন ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে পরিবার যেমন শোকাহত, তেমনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইও গভীরভাবে মর্মাহত।
উল্লেখ্য, মোসাম্মত ফিরোজা বেগম সোমবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্মরণে শোকবার্তা জারি করা হয়েছে।