আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক

০১ আগস্ট ২০২৫, ১১:১০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
আজিম উদ্দিন আহমেদ

আজিম উদ্দিন আহমেদ © সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ’র সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবার। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পাঠানো এক শোক বার্তায় বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে যেতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই শিক্ষার প্রতি তাঁর প্রতিশ্রুতি ও নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবার, বোর্ড অব ট্রাস্টিজ, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সকলে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। তাঁর রেখে যাওয়া শিক্ষা ও নেতৃত্ব চিরকাল আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫