এআইইউবিতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘তারুণ্য মঞ্চ’ ২২ আগস্ট শুরু

৩১ জুলাই ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
এআইইউবি ক্যাম্পাসে ‘তারুণ্য মঞ্চ’ উৎসবের আয়োজন

এআইইউবি ক্যাম্পাসে ‘তারুণ্য মঞ্চ’ উৎসবের আয়োজন © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক উৎসব ‘তারুণ্য মঞ্চ’। এ উপলক্ষ্যে গত ১০ জুলাই রেজিস্ট্রেশন হয়, যা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, অভিলাষী ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ উৎসবটি আয়োজনের উদ্যোগ নিয়েছে। উৎসব আয়োজক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসিন আরাফাত অভি এবং ডেপুটি সিইও সিকদার মেহজাবিন। এছাড়া, কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন তাহসান।

আয়োজকরা বলছেন, তারুণ্য মঞ্চ একটি সাংস্কৃতিক অভিব্যক্তির মুক্ত মঞ্চ হিসেবে পরিগনিত হতে যাচ্ছে। যেখানে তরুণদের সৃজনশীলতা, শিল্প-সংস্কৃতি ও আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তরুণরা গান, কবিতা, নৃত্য, নাটকসহ নানা শিল্পমাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে। বর্তমান তরুণ প্রজন্মের মাঝে অনেক প্রতিভা রয়েছে, তবে সঠিক প্ল্যাটফর্মের অভাবে তারা তা সবার সামনে তুলে ধরতে পারে না।

তারা আরও বলেন, এই ইভেন্টের মাধ্যমে সেই সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হয়। অভিলাষী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই তরুণদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত করে লিডারশিপ দক্ষতা গড়ে তুলতে কাজ করে আসছে। এই আয়োজন তারই একটি ধারাবাহিক প্রয়াস।

আয়োজিতব্য তারুণ্য মঞ্চ উৎসবটির অন্যতম সমন্বয়কারী মো. আবরার ফয়সাল তাহসান বলেন, তরুণ্য মানেই সম্ভাবনা। আমরা তরুণরা শুধু আগামী দিনের আশা নই— আমরাই আজকের বাস্তব শক্তি। ‘তারুণ্য মঞ্চ’ হচ্ছে সেই জায়গা, যেখানে স্বপ্নরা জেগে ওঠে, আর সাহসীরা পথ দেখায়। ভয়কে ‘না’ বলে নিজেকে ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিবর্তনের গল্প তৈরির উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন।

বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫